Shajid Ahmed . Founder & CEO , Mentors School. Teacher | Mentor | Speaker. Shajid Ahmed is the founder & CEO of Mentors School. This is an online education platform in Bangladesh which teaches more than 1300+ students every single day, that too completely free of cost.

30 General knowledge about 'HEALTH'


স্বাস্থ্য বিষয়

১. প্রশ্নঃ একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘণ্টায় কত বার শ্বাস প্রশ্বাস নেয়?
 উত্তরঃ ২৩,০৪০ বার।

২. প্রশ্নঃ একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে?
 উত্তরঃ ৬,০০০-৭,৫০০ লিটার।

৩. প্রশ্নঃ মানুষ প্রতিরাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে?
উত্তরঃ ১ - ১.৫ মিনিট।

৪. প্রশ্নঃ একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কত বার স্পন্দিত হয়?
 উত্তরঃ ১,৩০,৬৮০ বার।

৫. প্রশ্নঃ মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ কোনো না কোনো কাজ করে?
 উত্তরঃ ৭০ লক্ষ।

৬. প্রশ্নঃ মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে?
উত্তরঃ ০.০১৭১৪ ইঞ্চি।

৭. প্রশ্নঃ সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়?
 উত্তরঃ ১ সেন্টিমিটার।

৮. প্রশ্নঃ মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে?
উত্তরঃ ৭০% পানি ও ১৮% কার্বন।

৯. প্রশ্নঃ একজন মানুষের চামড়ার ওপর কি পরিমাণ লোমকূপ রয়েছে?
উত্তরঃ ১ কোটি।

১০. প্রশ্নঃ মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে?
 উত্তরঃ প্রায় ১০,০০০।

১১. প্রশ্নঃ একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের কত ভাগ?
 উত্তরঃ ১৩ ভাগের এক ভাগ।

১২. প্রশ্নঃ দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে কতটুকু জমির প্রয়োজন?
উত্তরঃ দেড় একর জমি।

১৩. প্রশ্নঃ মানুষ চোখ খুলে কী করতে পারে না?
উত্তরঃ হাঁচি দিতে পারে না।

১৪. প্রশ্নঃ মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি?
উত্তরঃ জিহ্বা।

১৫. প্রশ্নঃ মানবদেহের সবচেয় বড় হাড় কোনটি?
 উত্তরঃ পাঁজর।

১৬. প্রশ্নঃ মানবদেহের সবচেয় ক্ষুদ্রতম হাড় কোনটি?
উত্তরঃ কানের হাড়।

১৭. প্রশ্নঃ আমরা কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করি?
 উত্তরঃ ৩০০ হাড়।

১৮. প্রশ্নঃ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হাড় থাকে?
 উত্তরঃ ২০৬টি।

১৯. প্রশ্নঃ আমাদের চোখের একটি পাপড়ি কত দিন বেঁচে থাকে?
উত্তরঃ ১৫০ দিন। এরপর নিজে থেকেই ঝরে যায়।

২০. প্রশ্নঃ আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি?
 উত্তরঃ ২৬ ধরনের।

২১. প্রশ্নঃ সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তরঃ ৩৬.৯ ডিগ্রি।

২২. প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত?
 উত্তরঃ ১৫ পাউন্ড।

২৩. প্রশ্নঃ সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়?
উত্তরঃ হৃৎপিণ্ডের সংকোচন চাপ।

২৪. প্রশ্নঃ ডায়োস্টোল চাপ বলতে কী বোঝায়?
উত্তরঃ হৃৎপিণ্ডের প্রসারণ।

২৫. প্রশ্নঃ রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়?
উত্তরঃ লোহিত কণিকায়।

২৬. প্রশ্নঃ রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?
উত্তরঃ অস্থিমজ্জায়।

২৭. প্রশ্নঃ মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কত?
উত্তরঃ ৩৩টি।

২৮. প্রশ্নঃ মানুষের মুখে কর্তণ দাতের সংখ্যা কত?
উত্তরঃ ২০টি।

২৯. প্রশ্নঃ রক্ত কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার।

৩০. প্রশ্নঃ হিমোগ্লোবিনের কাজ কী?
উত্তরঃ অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড বহন করা।


Written by: Shaym Imran

No comments:

Post a Comment

Pages