Shajid Ahmed . Founder & CEO , Mentors School. Teacher | Mentor | Speaker. Shajid Ahmed is the founder & CEO of Mentors School. This is an online education platform in Bangladesh which teaches more than 1300+ students every single day, that too completely free of cost.

প্রত্যয় নির্নয়ের ০৯ টি স্পেশাল সূত্র


প্রত্যয় নির্নয়ের ০৯ টি স্পেশাল সূত্র ঃ
#সূত্র★১★
শব্দের শেষে ‘ব’প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ষ্ণ]হবে।
যেমনঃ
মানব=মনু+ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
দানব=দনু+ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
লাঘব=লঘু+ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
শৈশব =শিশু +ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্র★২★
শব্দের শেষে ‘মা’ এবং ‘ম’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ইমন ]হবে।
যেমনঃ
নীলিমা=নীল+ইমন----তদ্ধিত প্রত্যয় পূর্ণিমা =পূর্ণ +ইমন----তদ্ধিত প্রত্যয়
দ্রাঘিমা =দীর্ঘ +ইমন----তদ্ধিত প্রত্যয়
মহিমা =মহৎ +ইমন-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্র★৩★
শব্দের শেষে ‘ইক’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ষ্ণিক ]হবে।
যেমনঃ
সাহিত্যিক=সাহিত্য+ষ্ণিক ----তদ্ধিত প্রত্যয়
সামাজিক =সমাজ +ষ্ণিক----তদ্ধিত প্রত্যয়
হৈমন্তিক =হেমন্ত +ষ্ণিক----তদ্ধিত প্রত্যয়
ধার্মিক =ধর্ম +ষ্ণিক-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
# সূত্র ★৪★
শব্দের শেষে ‘মান’প্রত্যয় থাকলে -
[মূল শব্দ +মতুপ/শানচ]হবে।
যেমনঃ
কীর্তিমান =কীর্তি+মতুপ/শানচ----তদ্ধিত প্রত্যয়
বুদ্ধিমান =বুদ্ধি +মতুপ/শানচ----তদ্ধিত প্রত্যয়
শ্রীমান =শ্রী+মতুপ/শানচ----তদ্ধিত প্রত্যয়
বর্তমান=√বৃত+মতুপ/শানচ-----কৃৎপ্রত্যয়
বর্ধমান =√বৃধ+মতুপ/শানচ----কৃৎপ্রত্যয়
ইত্যাদি।
[বিঃদ্রঃ এখানে ‘মতুপ’ ‘শানচ’ এই ২টাই দেওয়া হয়েছে।আপনারা লেখার সময়
যেকোন ২টার মধ্যে যেকোন ১টি লিখবেন
#]সূত্র★৫★
শব্দের শেষে ‘বান’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + বতুপ]হবে।
যেমনঃ
দয়াবান=দয়া+বতুপ----তদ্ধিত প্রত্যয়
পূণ্যবান=পূণ্য +বতুপ----তদ্ধিত প্রত্যয়
মেহেরবান =মেহের +বতুপ----তদ্ধিত প্রত্যয়
মূল্যবান =মূল্য +বতুপ-----তদ্ধিত প্রত্যয়।
#সূত্রঃ★৬★
শব্দের শেষে ‘তা’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + তৃচ ]হবে।
যেমনঃ
দাতা=√দা+তৃচ----কৃৎপ্রত্যয়
মাতা =√মা+তৃচ----কৃৎপ্রত্যয়
বিধাতা =√বি +ধা+তৃচ----কৃৎপ্রত্যয়
বহতা =বহ +তৃচ-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্রঃ★৭★
শব্দের শেষে ‘ল’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + লচ ]হবে।
যেমনঃ
শীতল=শীত+লচ----তদ্ধিতপ্রত্যয়
শ্যামল=শ্যান+লচ----তদ্ধিতপ্রত্যয়
ইত্যাদি।
#সূত্রঃ★৮★
শব্দের শেষে ‘বী’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + বিন ]হবে।
যেমনঃ
মেধাবী=মেধা+বিন----তদ্ধিতপ্রত্যয়
মায়াবী =মায়া+বিন----তদ্ধিতপ্রত্যয়
ইত্যাদি।
# সূত্রঃ★৯★
শব্দের শেষে ‘অক’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + নক/অক ]হবে।
যেমনঃ
নায়ক =√নী+নক/অক----কৃৎপ্রত্যয়
গায়ক=√গৈ+নক/অক-

No comments:

Post a Comment

Pages