Shajid Ahmed . Founder & CEO , Mentors School. Teacher | Mentor | Speaker. Shajid Ahmed is the founder & CEO of Mentors School. This is an online education platform in Bangladesh which teaches more than 1300+ students every single day, that too completely free of cost.

30 General knowledge- Question with answer

১। নবাব সিরাজউদ্দৌলার সময়ে বাংলা, বিহার, ওড়িশার রাজধানী ছিল
কোনটি?
উত্তর : মুর্শিদাবাদ।
২। ফরাসিরা কোথায় শক্ত ঘাঁটি গড়ে তোলে?
উত্তর : চন্দননগর ও চুঁচড়ায়
৩। ইংরেজদের সঙ্গে যুদ্ধে হেরে বাণিজ্য গুটিয়ে ফরাসিরা কোথায় চলে যায়?
উত্তর : ইন্দোচীনের দিকে।
৪। নবাব আলিবর্দী খাঁর মৃত্যু হয় কত সালে?
উত্তর : ১৭৫৬ সালে।
৫। বাংলা-বিহার-ওড়িশার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে কার
বিশ্বাসঘাতকতায়?
উত্তর : প্রধান সেনাপতি মীর জাফরের।
৬। পলাশীর যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন।
৭। পলাশীর যুদ্ধ কোথায় সংগঠিত হয়?
উত্তর : পলাশীর আম্রকাননে।
৮। রবার্ট ক্লাইভ কত সালে দ্বৈতশাসন প্রবর্তন করেন?
উত্তর : ১৭৬৫ সালে।
৯। দ্বৈতশাসনের ফলে কী ঘটে?
উত্তর : নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব আর কম্পানি লাভ করে দায়িত্বহীন
ক্ষমতা।
১০। ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে?
উত্তর : ১৭৭০ খ্রিস্টাব্দ ও বাংলা ১১৭৬ সালে।
১১। ছিয়াত্তরের মন্বন্তরে বাংলার কত মানুষের মৃত্যু হয়?
উত্তর : বাংলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষের।
১২। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে?
উত্তর : ১৭৯৩ সালে।
১৩। বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ
করা হয় কিসের মাধ্যমে?
উত্তর : ১৮৫৮ সালের ভারত শাসন আইনের মাধ্যমে।
১৪। বাংলায় সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন কারা?
উত্তর : বাংলায় সিপাহি মঙ্গল পান্ডে ও হাবিলদার রজব আলী।
১৫। ভারত শাসন আইন পাস হয় কত সালে?
উত্তর : ১৯৩৫ সালে।
ইস্ট ইন্ডিয়া কম্পানি ও ব্রিটিশ শাসনবিরোধী আন্দোলন
১৬। ইস্ট ইন্ডিয়া কম্পানির শাসনের অবসান ঘটে কিসের ফলে?
উত্তর: ভারত শাসন আইন।
১৭। কোনো আইনের মাধ্যমে গভর্নর জেনারেলকে ভাইসরয় বা ব্রিটিশ রাজ
প্রতিনিধি নামে অভিহিত করা হয়?
উত্তর : ভারত শাসন আইন।
১৮। ভারতবর্ষে প্রথম ভাইসরয় কে?
উত্তর : লর্ড ক্যানিং।
১৯। বঙ্গীয় আইন সভার কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর : ১৮৬২ সালের ১ ফেব্রুয়ারি।
২০। বঙ্গীয় আইন সভার সদস্য প্রথমে কতজন ছিল?
উত্তর : ১২ জন।
২১। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা গ্রহণ করা
হয় কত সালে?
উত্তর : ১৮৫৩ সালে।
২২। বঙ্গভঙ্গের সীমানা নির্ধারণ করা হয় কত সালে?
উত্তর : ১৯০৩ সালে।
২৩। বঙ্গভঙ্গ হয় কত সালে?
উত্তর : ১৯০৫ সালে।
বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব
২৪। ১৭৮১ সালে কলকাতা মাদরাসা প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।
২৫। কলকাতা মাদরাসা প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল—
উত্তর : রাজ্য হারানো ক্ষুব্ধ মুসলমানদের সন্তুষ্ট করা।
২৬। হিন্দুদের জন্য কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : ১৭৯১ সালে।
২৭। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় কত সালে?
উত্তর : ১৮৫৭ সালে।
২৮। শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন করা হয় কত সালে?
উত্তর : ১৮২১ সালে।
২৯। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাকে দুই ভাগ করার কথা বলেছিলেন—
উত্তর : ইংরেজ ভাইসরয় লর্ড কার্জন।
৩০। ঢাকাকে রাজধানী করে নতুন যে প্রদেশ হবে সে প্রদেশের নামকরণ হবে—
উত্তর : পূর্ববঙ্গ ও আসাম।
৩১। মুসলমান নেতারা ভেবেছিল নতুন প্রদেশ হলে—
উত্তর : পূর্ব বাংলার উন্নতি হবে।
৩২। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিহার ও ওড়িশা নিয়ে কী ছিল?
উত্তর : বৃহত্তর বাংলা।
৩৩। ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের বেশির ভাগই ছিল কোন
সম্প্রদায়ের?
উত্তর : হিন্দু সম্প্রদায়ের।
৩৪। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯০৬ সালে।
৩৫। বাঙালি নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ইংরেজরা কোন নীতি গ্রহণ
করে?
উত্তর : ভাগ করো, শাসন করো।
৩৬। বঙ্গভঙ্গের বিরোধিতা করে কোন আন্দোলন হয়?
উত্তর : স্বদেশি আন্দোলন, বয়কট আন্দোলন, স্বরাজ ও সশস্ত্র আন্দোলন
৩৭। মুসলিম লীগ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে কত সালে ভারত বিভক্তির
পরিকল্পনা গ্রহণ করে?
উত্তর : ১৯৪০ সালে।
৩৮। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে বাংলার জনগণ কোন পরিচয়ে বিভক্ত হয়ে
পড়ে?
উত্তর : হিন্দু-মুসলমান।
৩৯। ১৯৪৭ সালে ভারত বিভক্তির ক্ষেত্রে কোন প্রস্তাবের ধারণা কার্যকর হয়?
উত্তর : লাহোর প্রস্তাবের।
৪০। কত সালের নির্বাচন বাংলার ভূখণ্ডকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা অসম্ভব করে
দেয়?
উত্তর : ১৯৪৬ সালের।
৪১। পূর্ব বাংলা পাকিস্তানের পূর্বাঞ্চল হিসেবে ব্রিটিশের অধীনতা থেকে
মুক্তি পায় কত সালে?
উত্তর : ১৯৪৬ সালে।

No comments:

Post a Comment

Pages